• সোমবার ২৯ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
আমরা মানুষের জীবনকে উন্নত করতে চাই- প্রধানমন্ত্রী বউয়ের সঙ্গে ঝগড়া, হুমকি দিয়ে শ্বশুরবাড়ি ভাংচুর করল ঘরজামাই মোমেন-সান ওয়েইডং বৈঠক: শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা বিশ্বব্যাপী শান্তিরক্ষা প্রচেষ্টায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ ‘বিদ্রোহী’ কবিতাকে ইউনেস্কোর হেরিটেজে অন্তর্ভুক্তির উদ্যোগ

মিঠাপুকুরে মাদকবিরোধী অভিযানে ৬ জনের জেল-জরিমানা 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২২  

রংপুরের মিঠাপুকুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় মাদক বিক্রি ও সেবনের দায়ে ৬ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে একশত টাকা করে জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার রানীপুকুর এলাকায় অভিযান পরিচালিত করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও পুলিশ সদস্যগণ সহযোগীতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও ভ্রাম্যমাণ আদালত যৌথভাবে রানীপুকুর এলাকায় অভিযান চালায়।

এসময় রানীপুকুর এলাকায় লিমন মিয়া (৩৭), আবু জাফর (৪০), শেখ ফরিদ (৩০), হাফিজুর রহমান (৪৫), মোছা. মোহছেনা বেগম (২৭) ও এনামুল হক (৩০) নামে ৬ জনকে মাদক সেবন ও বেচাকেনা অবস্থায় পাওয়া যায়। পরে তাদের কাছে থাকা মাদকদ্রব্য জব্দ করা হয়। এসব অপকর্মের দায়ে দোষী সাবস্ত করে উক্ত ৬ ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেকের একশত টাকা করে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

এ অভিযান অব্যাহত থাকবে বলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান।