• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বিরামপুরে আবাসিক হোটেলে ঝুলছিল যুবকের লাশ 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২২  

দিনাজপুরের বিরামপুরে রজনীগন্ধা নামের একটি আবাসিক হোটেল থেকে মাইদুল ইসলাম তানিম (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে হোটেলের ১০ নম্বর কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত। পাবনা জেলার সাথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের পাইকর গ্রামের মৃত কুদ্দুস আলীর ছেলে মাইদুল ইসলাম তানিম।

ওসি সুমন কুমার মহন্ত বলেন, মাইদুল বেসরকারি টাওয়ার কোম্পানিতে চাকরি করে এমন তথ্য দিয়ে ৮ জানুয়ারি আবাসিক হোটেলের ১০ নম্বর কক্ষটি ভাড়া নেন। আজ সকালে ভাড়া নিতে রুমের পাশে দরজায় গিয়ে ডাকাডাকি করেও তার কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেলে ম্যানেজার বিরামপুর থানা পুলিশকে খবর দেয়।

পরে পুলিশের একটি টিম সেখানে গিয়ে ওই কক্ষের দরজা ভেঙে ভেতরে যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে মরদেহ বিরামপুর থানায় নিয়ে আসা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।