• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

রংপুরে অন্তঃসত্ত্বা পুত্রবধূ হত্যায় শ্বশুর-শাশুড়ি গ্রেফতার       

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২২  

রংপুরে যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা পুত্রবধূকে হত্যার দায়ে শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার রাতে লালমনিহাটের বছিরটারী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গতকাল বৃহস্পতিবার বিকেলে র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বসির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- গত ১৯ জানুয়ারি নগরীর তাজাহাট থানা এলাকায় যৌতুকের দাবীতে অন্তঃসত্ত্বা পুত্রবধূকে পিটিয়ে হত্যা করে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। ঐ ঘটনায় নিহতের বাবা তাজাহাট থানায় মামলা করেন। এরপরই ছায়াতদন্তে নামে র‍্যাব-১৩। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর থানার বছিরটারী এলাকা থেকে নিহতের শাশুড়ি মোর্শেদা বেগম ও শ্বশুর আতাউর রহমান আতোয়ারকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যার দায় স্বীকার করে। বৃহস্পতিবার বিকেলে তাদের তাজহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‍্যাব-১৩।