• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

টিকা না নিলে ব্যবসায়ী‌দের ট্রেড লাইসেন্স বাতিল: ডিএনসিসি মেয়র   

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২  

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘ক‌রোনার টিকা না নিলে ব্যবসায়ী‌দের ট্রেড লাইসেন্স বাতিল করা হ‌বে। টিকা না নেওয়া শাস্তিযোগ্য অপরাধ।’ গতকাল শ‌নিবার (২৬ ফেব্রুয়া‌রি) মোহাস্মদপুর সূচনা ক‌মিউ‌নি‌টি সেন্টা‌রে গণটিকা কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকা‌লে এসব কথা বলেন তিনি।

এসময় মেয়র জানান, এখন থেকে যারা নতুন করে ট্রেড লাইসেন্স নিতে যাবেন, তাদের অবশ্যই টিকা দেওয়া থাকতে হবে। এ ছাড়া, যেসব ব্যবসায়ী‌দের টিকা দেওয়া বা টিকার সনদ থাকবে না, তাদের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে।

মেয়র আতিক বলেন, ‌‘সরকার দেশব্যাপী বিনামূল্যে ক‌রোনার প্রথম, দ্বিতীয় ও বুস্টার টিকা দিচ্ছে। ভোটার আইডি কার্ড এবং জন্মনিবন্ধন না থাকলেও মোবাইল নম্বর দিয়ে টিকা পাচ্ছে মানুষ। এই অবস্থায়ও কেউ টিকার বিষ‌য়ে গুরুত্ব না দি‌লে, সেটা অপরাধ হিসেবে গণ্য হবে।’

তিনি বলেন, ‘ঢাকা উত্তর সিটি কর‌পো‌রেশন এলাকায় ৫৪টি ওয়ার্ডে ৪৮৬টি কেন্দ্রে গণটিকা কার্যক্রম চলছে। পর্যাপ্ত টিকা এখনো মজুদ রয়েছে। আজ যারা টিকা না নেবেন, তাদের বিরুদ্ধে ১ মার্চ থেকে অভিযান শুরু হবে। ডিএনসিসির ১০টি অঞ্চলে ১০ জন ম্যাজিস্ট্রেট এ অ‌ভিযান প‌রিচালনা কর‌বেন। কোনো ব্যবসায়ী টিকা সনদ না দেখা‌তে পার‌লে, তার ট্রেড লাইসেন্স বাতিল হবে। এ ছাড়াও, যেসব ব্যবসায়ী নতুন করে ট্রেড লাইসেন্স নিতে যাবেন, টিকা সনদ ছাড়া তাদের লাইসেন্স দেওয়া হবে না।’

মেয়র আরও বলেন, ‘শ্রমজীবী মানুষের মধ্যে পোশাক শ্রমিকেরা অন্যতম। তাদের টিকার আওতায় আনতে মালিকদের সঙ্গে কথা হয়েছে। আজ তারা উৎসবমুখর পরিবেশে টিকা নিচ্ছেন। দে‌খে খুব ভা‌লো লাগ‌ছে। আজ দেশব্যাপী ১ কো‌টি ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হ‌য়ে‌ছে। সবার সহ‌যো‌গিতা নি‌য়ে সে লক্ষ্য অ‌র্জিত হ‌বে।’