• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

ফুলবাড়ীতে জমি চাষের ট্রাক্টর উল্টে চালক নিহত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২২  

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় জমি চাষের সময় ট্রাক্টর উল্টে সুমন মিয়া (২০) নামে চালকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন ট্রাক্টরে থাকা সহযোগী শিহাব উদ্দিন (২১)।

শনিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশমাত শিমুলতলা গ্রামে জমি চাষ করার সময় ট্রাক্টর উল্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক সুমন মিয়া নাওডাঙ্গা ইউনিয়নের পূর্বফুলমতি গ্রামের বেলাল হোসেনের ছেলে। আহত শিহাব উদ্দিন ট্রাক্টরের মালিক একই ইউনিয়নের বালাটারী গ্রামের শহিদ উদ্দিনের ছেলে।  

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে কিশামত শিমুলবাড়ি এলাকার নারায়ণ চন্দ্র রায়ের জমি চাষের উদ্দেশ্যে যাচ্ছিলেন। চাষের জমিতে পৌঁছানোর আগেই কিশমাত শিমুলতলা এলাকায় একটি জমির উঁচু আইল (পাড়) অতিক্রম করার সময় ট্রাক্টরটি উল্টে যায়। এসময় চালক সুমন মিয়া ও সহযোগী শিহাব উদ্দিন দু’জনই উল্টে যাওয়া ট্রাক্টরটির নিচে চাপা পড়েন। দ্রুত স্থানীয়রা ঘটনাস্থলে এসে ট্রাক্টর সরিয়ে দুইজনকে উদ্ধার করলেও চালক সুমন মিয়ার ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত শিহাবকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।

ফলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।