• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

পার্বতীপুরে ট্রেনের জানালা দিয়ে মাথা বের করতে প্রাণ গেল কিশোরের  

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ জুন ২০২২  

দিনাজপুরের পার্বতীপুরে চলন্ত ট্রেনের জানালা দিয়ে মাথা বের করতেই সিগনাল বারের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মনমথপুর স্টেশন সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আন্তনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিল।

পার্বতীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শওকত আলী জানান, সকাল সাড়ে ৯টার দিকে মনমথপুর এলাকা পার হওয়ার সময় অজ্ঞাত পরিচয়ের এক যুবক মাথা বের করলে সিগনাল বারের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে দিনাজপুর জিআরপি থানার ওসি এরশাদুল হক ভূঁইয়া জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি। কিছু সময়ের জন্য বাংলাবান্ধা ট্রেন থামিয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।