• সোমবার ০৫ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২১ ১৪৩০

  • || ১৪ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
রেল দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: র‍্যাব ডিজি দা‌য়িত্ব পালনে ত্রিপলিতে বাংলাদেশের নব‌নিযুক্ত রাষ্ট্রদূত সরকারের পদক্ষেপের ফলে দেশে চায়ের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বাজেটে সামাজিক নিরাপত্তা বাড়াচ্ছি: পরিকল্পনামন্ত্রী

পার্বতীপুরে ট্রেনের জানালা দিয়ে মাথা বের করতে প্রাণ গেল কিশোরের  

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ জুন ২০২২  

দিনাজপুরের পার্বতীপুরে চলন্ত ট্রেনের জানালা দিয়ে মাথা বের করতেই সিগনাল বারের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মনমথপুর স্টেশন সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আন্তনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিল।

পার্বতীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শওকত আলী জানান, সকাল সাড়ে ৯টার দিকে মনমথপুর এলাকা পার হওয়ার সময় অজ্ঞাত পরিচয়ের এক যুবক মাথা বের করলে সিগনাল বারের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে দিনাজপুর জিআরপি থানার ওসি এরশাদুল হক ভূঁইয়া জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি। কিছু সময়ের জন্য বাংলাবান্ধা ট্রেন থামিয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।