• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

ভূরুঙ্গামারীতে রাতের আঁধারে অর্ধশতাধিক সুপারি গাছ কর্তন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জুন ২০২২  

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় রাতের আঁধারে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তির অর্ধশতাধিক সুপারি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার (২৫ জুন) সকালে পরিবারের সদস্যরা সুপারি গাছ কেটে ফেলার বিষয়টি জানতে পারেন। 

এর আগে গত শুক্রবার দিবাগত রাতে কে বা কারা শহিদুল ইসলামের ৩২ শতক জমির পুকুর পাড়ে রোপণ করা সুপারির গাছের মধ্য থেকে ৫৮টি সুপারি গাছ কেটে ফেলে।

জানা যায়, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের ফুলকুমার গ্রামে শহিদুল ইসলামের ৩২ শতক জমির পুকুর পাড়ে রোপণ করা সুপারির গাছের মধ্য ৫৮টি সুপারি গাছ রাতের আঁধারে কে বা কারা কেটে ফেলে। তবে স্থানীয় একজনের সঙ্গে পুকুরের জমি নিয়ে কিছুদিন ধরে বিরোধ চলে আসছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী শহিদুল ইসলাম বলেন, আমার ক্ষতি করার উদ্দেশ্যে কে বা কারা রাতের আঁধারে সুপারি গাছগুলো কেটে ফেলেছে বুঝতে পাচ্ছি না। আজ (শনিবার) থানায় লিখিত অভিযোগ করেছি।

পাথরডুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, সংশ্লিষ্ট ইউপি সদস্য সরেজমিনে ঘটনাস্থল দেখে এসেছেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।