• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

হাকিমপুরে গোপনে মেয়েকে বাল্যবিয়ে বিয়ে দেওয়ায় কারাগারে মা ও ভাই

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ জুলাই ২০২২  

হাকিমপুরে গোপনে মেয়েকে বাল্যবিয়ে বিয়ে দেওয়ায় কারাগারে মা ও ভাই           
দিনাজপুরের হাকিমপুরে গোপনে বাল্যবিয়ে দেওয়ায় কনের মা জোছনা বেগম ও বড় ভাই সোহাগকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শনিবার উপজেলার বৈগ্রাম গ্রামে কনের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর এ আলম এ দণ্ড প্রদান করেন।

তিনি জানান, উপজেলার বৈগ্রাম গ্রামের স্বামী পরিত্যক্তা জোছনা বেগম তার ১৬ বছর বয়সী মাদরাসা পড়ুয়া মেয়েকে পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার এক ছেলের সঙ্গে শুক্রবার রাতে গোপনে বিয়ে দেন। এ খবর পেয়ে ওই বাড়িতে উপস্থিত হয়ে মেয়ের মা ও বড় ভাইকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তবে বরের বাড়ি অন্য জেলায় হওয়ায় তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি।