• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

গাইবান্ধায় এক সঙ্গে দুই কন্যা ও এক ছেলের জন্ম দিলেন প্রসূতি      

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ আগস্ট ২০২২  

গাইবান্ধায় এক সঙ্গে দুই কন্যা ও এক ছেলের জন্ম দিলেন প্রসূতি            
গাইবান্ধায় এক সঙ্গে দুই কন্যা ও এক ছেলে সন্তানের জন্ম দিলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার জেসমিন (২৩) বেগম নামের এক প্রসূতি। শুক্রবার (৫ আগস্ট) ভোর ৪টার দিকে গাইবান্ধা ক্লিনিকে ওই গৃহবধূ তিন সন্তানের জন্ম দেন। এদের মধ্যে ছেলেটি অসুস্থ তবে দুই কন্যা ও মা সুস্থ আছেন।

জেসমিন আকতারের বাড়ি সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের বোনারপাড়া এলাকার মথরপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের কৃষক আহসান কবিরের স্ত্রী।

সদ্য জন্ম নেওয়া শিশুদের বাবা আহসান কবির বলেন, বৃহস্পতিবার রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ি। হঠাৎ গভীর রাতে জেসমিন বেগমের প্রসব বেদনা ওঠে। রাতেই ব্যাটারিচালিত অটোরিকশা যোগে তাকে গাইবান্ধা ক্লিনিকে নিয়ে আসি। সেখানে দায়িত্বরত চিকিৎসক জেসমিনকে দেখে স্বাভাবিকভাবে প্রসবের কথা জানান। শুক্রবার ভোর ৪টার দিকে ক্লিনিকেই স্বাভাবিক প্রসবে প্রথমে এক মেয়ে সন্তানের জন্ম দেন। পরে ছেলে সন্তান,তারপর আবার এক মেয়ে সন্তানের জন্ম দেন জেসমিন। চিকিৎসকের পরামর্শে শিশুদের চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যাচ্ছি।

আহসান কবির আরও বলেন, দুবছরের দাম্পত্য জীবনে আমাদের আগে কোনো সন্তান নেই। একসঙ্গে তিন সন্তান পেয়ে অনেক খুশি। বাড়িতে গিয়ে নবজাতকদের নাম রাখা হবে।

গাইবান্ধা ক্লিনিকের ম্যানেজার কাঞ্চন মিয়া বলেন, তিন নবজাতকের ওজন একটু কম। তাদের মধ্যে ছেলে শিশুটি অসুস্থ। তাই তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রসূতি মা গাইবান্ধা ক্লিনিকে আছেন।