• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

দিনাজপুরে হাসপাতালের আবাসিক কক্ষ থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ আগস্ট ২০২২  

দিনাজপুরে রোকেয়া বেগম ডেইজি (২৭) নামে এক চিকিৎসকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে নবাবগঞ্জের দলার দর্গা মেমোরিয়াল হাসপাতালের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রোকেয়া দিনাজপুরে ফুলবাড়ি উপজেলার কৃষ্ণপুর গ্রামের সিরাজের মেয়ে। তার স্বামী আরিফুজ্জামান আরিফও একজন চিকিৎসক। তিনি চিরিরবন্দরে কর্মরত।

নবাবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা আক্তারুজ্জামান আক্তার বলেন, দলার দর্গা মেমোরিয়াল হাসপাতালের দ্বিতীয় তলায় এক চিকিৎসক আত্মহত্যা করেছেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

পরে ময়নাতদন্তের জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় মরদেহ।

নবাবগঞ্জ থানা পুলিশের এই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে জানা গেছে রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হলে বিকেলে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন রোকেয়া। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে এটা আত্মহত্যা না হত্যা।