– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –
  • সোমবার ০২ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৬ ১৪৩০

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গাচড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ নিরাপদ সড়ক চাই পীরগঞ্জ উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা নীলফামারীতে মসজিদের ভেতরে সন্ত্রাসী হামলায় দুই মুসল্লি আহত, আটক ২ রংপুরে ৫০ লাখ ছাগল-ভেড়া পাবে পিপিআর টিকা

বিভিন্ন অপরাধ থেকে ফেরাতে ২৫ জনকে দেওয়া হলো অটোভ্যান

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২২  

গাইবান্ধায় অসহায়, অস্বচ্ছল ও গরিব শ্রেণির ৩০ জনকে বিকেলে জীবিকা নির্বাহের জন্য বিনামূল্যে একটি করে ব্যাটারিচালিত অটোভ্যান দেওয়া হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) চালকদের হাতে চাবি তুলে দেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর আসনের এমপি মাহাবুব আরা বেগম গিনি এমপি। এলাকায় সংঘঠিত বিভিন্ন অপরাধ থেকে ফেরাতে ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে এসব অটোভ্যান বিতরণ করা হয়েছে।

এডিপি প্রকল্পের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রথম দফায় অস্বচ্ছল ২৫টি পরিবারের মধ্যে এ অটোভ্যান দেওয়া হয়। পর্যায়ক্রমে আরও দেওয়া হবে।

বিতরণ অনুষ্ঠানে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মৃদুল মোস্তাফিজ ঝন্টু, প্রকল্প বাস্তবায়ন অফিসার আনিসুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।