• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বিভিন্ন অপরাধ থেকে ফেরাতে ২৫ জনকে দেওয়া হলো অটোভ্যান

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২২  

গাইবান্ধায় অসহায়, অস্বচ্ছল ও গরিব শ্রেণির ৩০ জনকে বিকেলে জীবিকা নির্বাহের জন্য বিনামূল্যে একটি করে ব্যাটারিচালিত অটোভ্যান দেওয়া হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) চালকদের হাতে চাবি তুলে দেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর আসনের এমপি মাহাবুব আরা বেগম গিনি এমপি। এলাকায় সংঘঠিত বিভিন্ন অপরাধ থেকে ফেরাতে ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে এসব অটোভ্যান বিতরণ করা হয়েছে।

এডিপি প্রকল্পের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রথম দফায় অস্বচ্ছল ২৫টি পরিবারের মধ্যে এ অটোভ্যান দেওয়া হয়। পর্যায়ক্রমে আরও দেওয়া হবে।

বিতরণ অনুষ্ঠানে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মৃদুল মোস্তাফিজ ঝন্টু, প্রকল্প বাস্তবায়ন অফিসার আনিসুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।