• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

হিলিতে পেঁয়াজের কেজি ১৬ টাকা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২  

আমদানি বেশি হওয়ায় দিনাজপুরের হিলি বাজারে কমেছে পেঁয়াজের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৬ টাকা। শনিবার (২৪ সেপ্টেম্বর) হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।

পেঁয়াজ বিক্রেতারা বলেন, অতিরিক্ত গরমের কারণে অনেক পেঁয়াজ নষ্ট হচ্ছে। আমরা লোকসানের মধ্যে পরে যাচ্ছি। কারণ পেঁয়াজ বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না। ফলে অনেক পেঁয়াজ নষ্ট হচ্ছে। তাই বাধ্য হয়ে ১৬ থেকে ২০ টাকার মধ্যেই প্রতিকেজি পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে।

সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি প্রতি ১০ থেকে ১২ টাকা কমে বিক্রি হচ্ছে ১৬ থেকে ১৮ টাকায় এবং একটু ভালো মানের পেঁয়াজ কেজিপ্রতি ৪ টাকা কমে বিক্রি হচ্ছে ২০ টাকা দরে। দেশি পেঁয়াজ কেজিপ্রতি ৩৪ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। ভারত থেকে আমদানি বেশি হওয়ার কারণে কমেছে দাম বলছেন ব্যবসায়ীরা।

হিলি কাস্টমসের তথ্যমতে গত বৃহস্পতিবার (২২ সেপ্টম্বর) ভারতীয় ৩২ ট্রাকে ৯১২ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।