– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –
  • সোমবার ০২ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৬ ১৪৩০

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গাচড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ নিরাপদ সড়ক চাই পীরগঞ্জ উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা নীলফামারীতে মসজিদের ভেতরে সন্ত্রাসী হামলায় দুই মুসল্লি আহত, আটক ২ রংপুরে ৫০ লাখ ছাগল-ভেড়া পাবে পিপিআর টিকা

ফোন করে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ, মিঠুনের যাবজ্জীবন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২  

রংপুরের তারাগঞ্জে কিশোরীকে ধর্ষণের দায়ে মিঠুন শেখ সবুজ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে অপর আসামি আতিক মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩ এর বিচারক এম আলী আহমেদ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সবুজ রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর শেখের হাট (আদর্শপাড়া) গ্রামের মোজাহার শেখের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ৭ ডিসেম্বর রাত পৌনে ১০টার দিকে আসামি মিঠুন শেখ সবুজ ফোন করে ঐ কিশোরীকে তার বাড়ির পেছনে আসতে বলেন। ঐ কিশোরী সেখানে আসা মাত্রই মিঠুন জোর করে পাশের পুকুরপাড়ে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন। এতে সে অসুস্থ হলে তাকে ফেলে পালিয়ে যান সবুজ।

এ ঘটনায় ১১ ডিসেম্বর ঐ কিশোরীর বাবা তারাগঞ্জ থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে ২০২২ সালের ২৯ মে আদালতে দুইজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। ৩০ আগস্ট মামলার বিচার কার্যক্রম শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর নারী ও শিশু আদালতের সরকারি কৌঁসুলি পিপি তাজিবুর রহমান লাইজু।

তিনি বলেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক মিঠুন শেখ সবুজের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। এছাড়া অপর আসামি আতিক মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এ রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন বাদীপক্ষ।