• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

পীরগঞ্জে ভুয়া এমবিবিএস চিকিৎসক আটক

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২  

রংপুরের পীরগঞ্জ এলাকায় এক শীর্ষ প্রতারক ও ভুয়া এমবিবিএস চিকিৎসককে আটক করেছে র‍্যাব-১৩। তার নাম আব্দুল্লাহ।

মঙ্গলবার সন্ধ্যায় র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ এর একটি দল সোমবার সকাল ১০টায় রংপুরের পীরগঞ্জ থানার কলোনী বাজারের মা ফার্মেসিতে বিশেষ অভিযান চালায়। এসময় প্রতারক ও ভুয়া এমবিবিএস চিকিৎসক আব্দুল্লাহকে আটক করা হয়।

আটক আব্দুল্লাহর বরাত দিয়ে র‍্যাব জানায়, তিনি দীর্ঘদিন ধরে রংপুরের পীরগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসার নামে সহজ সরল মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন।

আটক আব্দুল্লাহ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার আক্তারুজ্জামানের ছেলে। এর আগে ২০১৯ সালে একই কারণে কুমিল্লা দেবিদ্বার উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট রবীন্দ্র চাকমার ভ্রাম্যমাণ আদালতের রায়ে ১৭ দিন কারা ভোগ করেন।