• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

ট্রেনের ধাক্কায় ইউএনও অফিসের নৈশপ্রহরীর মৃত্যু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২  

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা রেলগেটে ট্রেনের ধাক্কায় সোহরাব হোসেন (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

সোহরাব হোসেন ফকিরপাড়া ইউনিয়নের পশ্চিম ফকিরপাড়া গ্রামের মৃত্যু মেহেরজান মিয়ার ছেলে। তিনি হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে নৈশপ্রহরী পদে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ফকিরপাড়া ইউনিয়ন পরিষদ এলাকা থেকে বাড়ি ফিরছিলেন সোহরাব হোসেন। পরিষদের কাছে অরক্ষিত রেলক্রসিং এলাকায় লালমনিরহাট থেকে বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

ফকিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফজলার রহমান খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


হাতীবান্ধা ইউএনও নাজির হোসেন বলেন, ঘটনাটি বেদনাদায়ক। মরদেহ বাসায় নিয়ে দাফনের জন্য বলা হয়েছে।