• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পঞ্চগড়ে মাদকসেবীর ১ বছর কারাদণ্ড

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২২  

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আজাদ হোসেন নামে এক মাদকসেবীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো তিনদিনের কারাদণ্ড প্রদান করা হয়।

সোমবার বিকেলে তেঁতুলিয়া সদর ইউনিয়নের পুরাতন বাজার জিয়ানগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা। দণ্ডপ্রাপ্ত আজাদ হোসেন তেঁতুলিয়া সদর ইউনিয়নের জিয়ানগর এলাকার আব্দুর রহমানের ছেলে।

জানা যায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া সদর ইউনিয়নের পুরাতন বাজার এলাকার আজাদ হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাসা হতে তিনটি নেশা জাতীয় ইনজেকশনসহ তাকে হাতেনাতে আটক করা হয়। আজাদ হোসেন মাদক সংরক্ষণ ও সেবনের কথা স্বীকার করেন। পরে তাকে এক বছরের কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো তিনদিনের কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।