• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রৌমারীতে ইয়াবাসহ বেয়াই-বেয়াইন আটক     

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২২  

রৌমারীতে ইয়াবাসহ বেয়াই-বেয়াইন আটক                                
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলা সদর ইউনিয়নের রতনপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রতনপুর গ্রামের রাশেদা বেগম (৩২) ও খাটিয়ামারী গ্রামের জাহার আলী (৩৮)। তারা সম্পর্কে বেয়াই-বেয়াইন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. এনামুল হক ও সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার দিনগত রাতে রতনপুর গ্রামে রাশেদা বেগমের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালান। এ সময় রাশেদা বেগমের রান্না ঘরের পরিত্যক্ত চুলার নিচে বিশেষ কায়দায় রাখা এক হাজার পিস ও জাহার আলী ফকিরের শরীরে পরিহিত জ্যাকেটের পকেট ৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রহুল আমীন। তিনি বলেন, ওই মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। পরবর্তীতে রৌমারী থানা পুলিশ কৌশলে ৮ হাজার পিস ইয়াবাসহ তাদের হাতেনাতে গ্রেফতার করে।