• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

লালমনিরহাটে বেগম রোকেয়া দিবস পালিত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২২  

লালমনিরহাটে বেগম রোকেয়া দিবস পালিত                              
'সবার মাঝে ঐক্য গড়ি - নারী ও শিশু নির্যাতন বন্ধ করি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। 
  
দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গন থেকে বর্নাঢ্য র‍্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

এরপর জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অতিরিক্ত দ্বায়িত্ব) রশিদা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, পুলিশ সুপার সাইফুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সফুরা বেগম রুমী, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, পৌর মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান লতিফা বেগম লাকী প্রমুখ বক্তব্য দেন।

পরে জেলার শ্রেষ্ঠ জয়িতাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।