• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

সৈয়দ আশরাফের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৩  

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। তিনি ২০১৯ সালের ৩ জানুয়ারি ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

সৈয়দ আশরাফ নির্লোভ ও সজ্জন রাজনীতিবিদ হিসেবে মানুষের কাছে সমাদৃত ছিলেন। সাবেক এই মন্ত্রী ছিলেন জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের সন্তান।

আমাদের কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, সৈয়দ আশরাফুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে জেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। আজ মঙ্গলবার সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে স্থাপিত সৈয়দ আশরাফুল ইসলাম ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন দলের নেতাকর্মীরা। পরে বিকেলে জেলা আওয়ামী কার্যালয়ে প্রয়াত এ নেতার জীবন ও কর্মের ওপর আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এরপর সেখানে দোয়া মাহফিলের আয়োজনও রয়েছে।