• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, চলছে শৈত্যপ্রবাহ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৩  

সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, চলছে শৈত্যপ্রবাহ                     
পঞ্চগড়ে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। প্রতিদিনই কমছে দিনের তাপমাত্রা। হিমালয় থেকে বয়ে আসা হিম শীতল বাতাস ও কুয়াশায় জেঁকে বসেছে শীত। 

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বুধবার রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পর্যেবক্ষক মো.রোকনুজ্জামান বলেন,পঞ্চগড়ে বুধবার থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকালের চেয়ে বৃহস্পতিবারের তাপমাত্রা আরো কমেছে। উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিম শীতল ও ঘনকুয়াশায় তাপমাত্রা কমে গেছে। আগামী কয়েকদিন তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

এদিকে, সন্ধ্যার পর থেকে শুরু করে পরদিন সকাল পর্যন্ত হিমেল বাতাসের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর মানুষ।

আবহাওয়ার পরিবর্তনের কারণে শীতার্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে বির্পযস্ত করে তুলেছে। অসহনীয় এই অব্যাহত শীতে শিশু এবং বয়স্ক মানুষ শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে।