• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জামসহ সাত জুয়াড়ি গ্রেফতার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩  

কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জামসহ সাত জুয়াড়ি গ্রেফতার                       
কুড়িগ্রামে পৃথক দুটি অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ সাত জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার এ তথ্য জানায় পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার ২ নম্বর হলোখানা ইউপির ভেরভেরি নয়ারহাট এলাকার মো. মোকলেছুর রহমান, মো. সায়েদ আলী, হরিকেশ মধ্যপাড়ার মো. বাদল, একই এলাকার মো. আবেদ আলী, হরিকেশ কানিপাড়ার মো. আজাদ আলী, কচাকাটা ইসলামপুরের মো. এরশাদ আলী ও শিবের হাট এলাকার মো. ফজলু।

জানা যায়, শনিবার রাতে ২ নম্বর হলোখানা ইউপির ভেরভেরি নয়ারহাট এলাকার পুরাতন ইউপির পরিত্যক্ত একটি রুমে জুয়া খেলারত অবস্থায় ৫ জুয়াড়িকে গ্রেফতার করে। এ সময় জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।  

অন্যদিকে, কচাকাটা থানা পুলিশের অভিযানে একই দিনে কচাকাটা থানার শিশু নিকেতন কেজি স্কুলের পেছন থেকে জুয়া খেলারত অবস্থায় এক সেট তাস ও  জুয়া খেলার নগদ অর্থসহ মো. এরশাদ আলী ও মো. ফজলুসহ দুই জুয়াড়িকে গ্রেফতার করে। 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, জেলায় অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।