ব্রেকিং:
রংপুর রেল স্টেশনের প্লাটফর্মে ব্লেড দিয়ে গলা কেটে `আত্মহত্যা` করেছে এক নারী
  • বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৪ ১৪২৯

  • || ০৫ রমজান ১৪৪৪

সর্বশেষ:
আগামী সপ্তাহে আবারও ঝড়-বৃষ্টি লস অ্যাঞ্জেলেসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৭ হাজার ৯৩ কোটি টাকা নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাইকের ধাক্কা, সড়কেই নিথর যুবক

শীত উপেক্ষা করে কুড়িগ্রামে বোরো চাষে ব্যস্ত কৃষক 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩  

শীত উপেক্ষা করে কুড়িগ্রামে বোরো চাষে ব্যস্ত কৃষক                              
ইরি-বোরো ধান লাগানোর মৌসুম চলছে। তাই শীতের তীব্রতা উপেক্ষা করেই ইরি-বোরো লাগাতে ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের কৃষকরা। জমিতে হাল চাষ, সেচ দেওয়াসহ নানা কাজে ব্যস্ত তারা। যেন দম ফেলার ফুরসত নেই তাদের। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, এবার জেলায় ১ লাখ ১৬ হাজার ৯০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে সোমবার পর্যন্ত ৫৮ হাজার ৯০ হেক্টরের বেশি জমিতে বোরো চাষ হয়েছে।

কৃষক আনোয়ার হোসেন বলেন, আমি এবার ৫ বিঘা জমিতে বোরো চাষ করছি। জমিতে সেচ দেওয়া, চাষ করা ও জমিতে বোরো ধান চারা রোপণ করতেই সময় কাটছে আমার।

কৃষক নুর ইসলাম বলেন, বোরোর ভরা মৌসুমে বোরো ধান চাষ করাটাই এখন জরুরী। এটাকেই গুরুত্ব দিয়ে সময় পার হচ্ছে আমার। এবার সাড়ে ৪ বিঘা জমিতে বোরো চাষ করছি।

দিনমজুর আব্দুল মিয়া জানান, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বোরো ধান চারা রোপণ করে প্রতিদিন আয় করছি ৫০০-১০০০ টাকা।

জেলা উপসহকারী কৃষি কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, এবার কুড়িগ্রামের নয়টি উপজেলায় ১ লাখ ১৬ হাজার ৯০০ হেক্টর জমিতে  বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে গতকাল সোমবার পর্যন্ত ৫৮ হাজার ৯২০ হেক্টরের বেশি জমিতে বোরো চাষ হয়েছে।