• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

রংপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় শিশুর মৃত্যু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৩  

রংপুর নগরীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নামিরা আমিন মাইরা নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।  

বুধবার (১ ফেব্রুয়ারি) সকালের দিকে রংপুর মহানগরীর ক্যান্টনমেন্ট চেকপোস্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নামিরা আমিন মাইরা (৪) নগরীর আরকে রোড ধাপ ইসলামবাগ এলাকার রাসেল আহমেদ ও মনিরা খাতুন দম্পতির সন্তান। সে ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের প্লে শ্রেণিতে (ইংলিশ ভার্সন) অধ্যায়ণরত ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে ক্যান্টনমেন্ট চেকপোস্ট মোড়ে মসজিদের সামনে রাস্তা পার হচ্ছিল মাইরা। এ সময় বেপরোয়া গতির একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় সে গুরুতর আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।