• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

উপ-নির্বাচন, জামানত হারালেন হিরো আলম

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৩  

বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে রেকর্ড গড়ে জামানত হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তিনি সদর উপজেলার এরুলিয়া গ্রামের বাসিন্দা।

বগুড়া জেলা সিনিয়র নিবাচন কমকর্তা মাহমুদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হিরো আলম বগুড়া-৬ আসনে ৫ হাজার ২৭৪ ভোট পেয়েছেন। জামানত রক্ষার জন্য তার প্রয়োজন ছিলেন ১১ হাজার ৪৬৮ ভোট।

নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের (কাস্টিং ভোট) ৮ ভাগের ১ ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে।

এ উপ-নির্বাচনে নন্দীগ্রাম-কাহালু উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৪ ও সদর উপজেলা তথা বগুড়া-৬ আসনে অংশগ্রহণের মধ্য দিয়ে রেকর্ড গড়েন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম।

হিরো আলমের সঙ্গে আরো যারা জামানত হারিয়েছেন তারা হলেন- লাঙ্গল প্রতীকের নুরুল ইসলাম ওমর। তিনি পেয়েছেন ৬ হাজার ৯৯৫ ভোট। বাংলাদেশ খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম বটগাছ প্রতীকে ৪৬৮ ভোট, জাকের পার্টির মো. ফয়সাল বিন শফিক গোলাপ ফুল প্রতীকে ৪১৭, জাসদের ইমদাদুল হক ইমদাদ ১ হাজার ৩৪০ ভোট, গণফ্রন্টের আফজাল হোসেন মাছ প্রতীকে ১৭০ ভোট, স্বতন্ত্র প্রার্থী মাসুদার রহমান হেলাল আপেল প্রতীকে ১ হাজার ৬১৮ ভোট, রাবিক হাসান কুমিড় প্রতীকে ১ হাজার ৪৪৯ ভোট, কুড়াল মার্কায় সরকার বাদল পেয়েছেন ২ হাজার ৮১১ ভোট।