• সোমবার ২৯ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
আমরা মানুষের জীবনকে উন্নত করতে চাই- প্রধানমন্ত্রী বউয়ের সঙ্গে ঝগড়া, হুমকি দিয়ে শ্বশুরবাড়ি ভাংচুর করল ঘরজামাই মোমেন-সান ওয়েইডং বৈঠক: শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা বিশ্বব্যাপী শান্তিরক্ষা প্রচেষ্টায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ ‘বিদ্রোহী’ কবিতাকে ইউনেস্কোর হেরিটেজে অন্তর্ভুক্তির উদ্যোগ

সাকিবের মাঝে একটা বিরাট পরিবর্তন এসেছে: পাপন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ মার্চ ২০২৩  

আবারও বাংলাদেশের জয়ের নায়ক সাকিব আল হাসান। ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা থেকে তিনিই বাঁচালেন দলকে। ৫০ রানের এই জয়ে দেখালেন অলরাউন্ড পারফরম্যান্স। ব্যাট হাতে ৭৫ রানের দারুণ ইনিংস খেলার পর বল হাতে নিয়েছেন ৩৫ রানে ৪ উইকেট। ছুঁয়েছেন ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলক। ম্যাচ শেষে সাকিবের প্রশংসায় পঞ্চমুখ হলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ চট্টগ্রামে সাংবাদিকদের পাপন বলেন, ‘সাকিব আমাদের সেরা খেলোয়াড়, এতে কোনো সন্দেহ থাকার অবকাশই নেই। আমি এই সিরিজের প্রথম থেকেই দেখছি, আসলে গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই দেখছি ওর মধ্যে একটা বিরাট পরিবর্তন এসেছে। ও কিন্তু এখন জেতার জন্য মরিয়া। আগেও জেতার জন্য মরিয়া ছিল, কিন্তু ওর মধ্যে এখন এর আঁচটা বেশি। এটা খুবই ভালো লক্ষণ। আর সাকিব যেদিন পারফর্ম করবে সেদিন যেকোনো প্রতিপক্ষের জন্যই হুমকি হয়ে দাঁড়াতে পারে।’

ম্যাচে মুশফিক করেছেন ৭৫ রান, শান্ত ৫৩। তাসকিনের জায়গায় সুযোগ পেয়ে দারুণ বোলিংয়ে ২ উইকেট নিয়েছেন ইবাদত। তাই বাকিদের প্রশংসা করতেও ভোলেননি বিসিবি সভাপতি, ‘আজ সাকিব করেছে, মুশফিকও রান করেছে, ইবাদতও দারুণ... দেখেন, এই সিরিজে এখন পর্যন্ত পেস বোলার যদি ধরেন, আমাদের সেরা বোলার কিন্তু তাসকিন। সে না থাকায় ভয় তো লাগেই। কিন্তু সেই জায়গায় এবাদত এসে যে বোলিংটা করল তা সত্যিই প্রশংসার দাবি রাখে।’

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে ভালো করতে হলে দলের ব্যাটিং এবং ফিল্ডিং উন্নতিতে জোর দিতে বলেছেন পাপন, ‘এই একটা-দুইটা জয়-পরাজয় তো বিষয় না। এখনো আমাদের বোলিংটা ভালো আছে, তবে ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। বিশ্বকাপে ভালো করতে হলে সব সেক্টরেই ভালো করতে হবে। ফিল্ডিংয়ে নজর দিতে হবে, ব্যাটিং ভালো করতে হবে। এভাবে যদি আমরা ১৫-২০ ওভারের মধ্যে ৪-৫টা উইকেট হারিয়ে ফেলি তাহলে সব সময় এভাবে জেতা যায় না। ওই দিকেই নজর দিতে হবে।’