• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পার্বতীপুরে যাত্রী সেজে চেতনানাশক ওষুধ খাইয়ে অটোরিকশা চুরি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ মার্চ ২০২৩  

দিনাজপুরের পার্বতীপুরে  যাত্রী সেজে চেতনানাশক ওষুধ খাইয়ে চার্জার চালিত একটি অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে পার্বতীপুর রেল স্টেশন সংলগ্ন রেলওয়ে পার্ক এলাকায় চুরির এ ঘটনা ঘটে। চুরি যাওয়া অটোরিকশা চালক আল আমিন নিলফামারীর ডোমার উপজেলার লক্ষিচাপ ইউপির সহাদেব বড়গাছা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি বর্তমানে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

চালক আল আমিন জানান, ডোমার থেকে দুই যাত্রী পার্বতীপুর রেলওয়ে স্টেশনে আসার জন্য তার অটোরিকশাটি ভাড়া করে। গন্তব্যে পৌছানোর আগে পার্বতীপুর শহরের প্রবেশদ্বার কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে খাবার হোটেলে ঐ যাত্রীরা তাকে দুপুরের খাবার হিসেবে ভাত খাওয়ায়। এর পর থেকে তার ঘুম ঘুম লাগছিলো। পরে পার্বতীপুর স্টেশনে এলে একযাত্রী নেমে যায় এবং তার ব্যাগ বহনের জন্য চালককে অনুরোধ করেন। এ সময় তার সঙ্গে থাকা আরেক যাত্রী অটোরিকশায় বসে পাহারা দেয়ার আশ্বাস দিলে আল আমিন ব্যাগ নিয়ে স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে যায়। এরইমধ্যে যাত্রী সেজে থাকা ওই চোর অটোরিকশা নিয়ে চম্পট দেয়। এদিকে, চেতনা নাশক ওষুধ খাওয়ানোর ফলে অচেতন হয়ে পড়ে চালক আল আমিন। পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম জানান, এ ব্যাপারে ভুক্তভোগীর পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।