• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

নীলফামারীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় জরিমানা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ মার্চ ২০২৩  

নীলফামারীর কালিতলা ও সুটিপাড়ায় স্থানে নিষিদ্ধঘোষিত হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
 
বুধবার ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় নীলফামারীর কালিতলা ও সুটিপাড়া নামক স্থানে নিষিদ্ধঘোষিত হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নীলফামারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোয়ান ইফতেকার। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন।

অভিযানে হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় মোট ৩টি যানবাহনের (ট্রাক) বিরুদ্ধে তিন হাজার টাকা জরিমানা আদায় করাসহ ৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এছাড়া নিষিদ্ধঘোষিত হাইড্রোলিক হর্ন ব্যবহার না করার জন্য বিভিন্ন যানবাহনের চালকদের সতর্ক করে লিফলেট বিতরণ করা হয়।

পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ জানান, পরিবেশ অধিদফতর, নীলফামারী জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে।