• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

কুড়িগ্রামে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩  

 
‘হ্যাঁ! আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি’-প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম স্বাস্থ্য বিভাগের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারিদের অংশগ্রহণে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।

এতে সিভিল সার্জন ডাঃ মোঃ মঞ্জুর এ মুর্শেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক সিভিল সার্জন ডাঃ এস এম আমিনুল ইসলাম, নাটাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু,ডাঃ মোঃ জোবায়ের হোসেন,কামরুন নাহার,মোঃ হান্নান ও  শাহ জালাল প্রমুখ।

এ সময় বক্তারা জানান, ২০২২ সালে কুড়িগ্রাম জেলায় যক্ষ্মা রোগীর সংখ্যা ৪ হাজার ৩৮ জন এর মধ্যে মৃত্যু হয়েছে ৭৫ জনের। জেলায় যক্ষ্মা নির্মূল করতে স্বাস্থ্য বিভাগ ছাড়াও আরডিআরএসসহ বিভিন্ন এনজিও কাজ করে যাচ্ছে। এছাড়া দেশের টেকশই উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে যক্ষ্মা নির্মূল করতে সরকারের লক্ষ্যমাত্র অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানান।