• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

কুড়িগ্রামে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে অনুদান প্রদান

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩  

 
কুড়িগ্রাম জেলা শহরের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পড়ুয়া এবং এসএসসি’৮৬ ব্যাচের সাবেক ছাত্র এনামুল করিম শাহী তার নিজ বিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত এতিম দরিদ্র ছাত্র-ছাত্রীকে নগদ এক লাখ টাকা অনুদান প্রদান করেন।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ে এসেম্বলিতে ১৯৮৬ ব্যাচের এসএসসি বন্ধু-বান্ধবীরা তার পক্ষে তালিকাভুক্ত এতিম শিক্ষার্থীদের মাঝে এ নগদ অর্থ প্রদান করেন। ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মোট ৩২ জন ছাত্র-ছাত্রী এবং বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ৫ জন কর্মচারিকে তিনি নগদ ৩ হাজার টাকা ও কর্মচারিদের ৫ শত টাকা করে প্রদান করেন। 

এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু মোহাম্মদ সাইদ হাসান লোবান, প্রধান শিক্ষক মো: আবু হোসেন সরকার, কমিটির সদস্য জাহাঙ্গীর ইসলাম রজব, প্রভাষক নয়ন আহমেদ, এসএসসি ৮৬ ব্যাচের ছাত্র-ছাত্রী মামুন মিয়া, সাংবাদিক ফজলে ইলাহী স্বপন, প্রভাষক শিল্পী আখতার, প্রধান শিক্ষক রোকসানা বেগম লিপি প্রমুখ উপস্থিত ছিলেন।