• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পাটগ্রামে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩  

"হ্যাঁ আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সরকারি স্বাস্থ‍্য বিভাগ ও আরডিআরএসের যৌথ উদ্যোগে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি ব‍র্ণাঢ‍্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে আবারও উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্স এসে র‍্যালিটি শেষ হয়। 

উক্ত র‍্যালিতে যক্ষ্মা রোগী ও সাধারণ নারী, পুরুষ অংশ নেয়। পরে র‍্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,স্বাস্থ‍্য কমপ্লেক্স ডাক্তারগন, নার্স ও আরডিআরএস প্রতিনিধিগণ প্রমুখ।