• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

ফ্রিজে ফেনসিডিল ঢুকিয়ে কুরিয়ারের মাধ্যমে পাচারের চেষ্টা!

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৩  

ফ্রিজের ভেতরে ফেনসিডিলের চালান কুরিয়ারের মাধ্যমে ঢাকায় পাঠানোর সময় হাছিব (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার (২৫ মার্চ) রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা সুন্দরবন কুরিয়ারে একটি ফ্রিজ থেকে ৪০ ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় হাসিব নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে হাতীবান্ধা থানা পুলিশ। 

পুলিশ সূত্রে জানা যায়, হাতীবান্ধা থানার এসআই সহিদুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে ওই কুরিয়ার সার্ভিসে অভিযান চালান। এ সময় একটি ফ্রিজের ভেতর থেকে ৪০ ফেনসিডিল উদ্ধার করা হয়। 

কুরিয়ার সার্ভিস ম্যানেজারের তথ্যমতে, বড়খাতা ইউনিয়নের দোলাপারা গ্রামের শাহজাহান আলীর ছেলে বিপুল ও পশ্চিম সাড়ডুবি গ্রামের বাবুল হোসেনের ছেলে হাছিব হোসেন একটি ফ্রিজে করে ফেনসিডিল কুরিয়ারের মাধ্যমে ঢাকায় পাচারের চেষ্টা করেন।

হাতীবান্ধা থানার ওসি শাহা আলম জানান, হাছিব নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনার মূলহোতা বিপুলকে আটকের চেষ্টা চলছে।