• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

কুড়িগ্রামে স্বাধীনতার বিজয়স্তম্ভে তৃতীয় লিঙ্গের পুস্পার্ঘ অর্পণ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৩  

কুড়িগ্রামে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্বাধীণতার বিজয়স্তম্ভে পুস্পার্ঘ অর্পণ করা হয়। 

রবিবার র‌্যালি সহকারে সংগঠনের সদস্যরা স্বাধীনতার বিজয়স্তম্ভ, মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও মুক্তিযুদ্ধে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবু আজাদ মো. রানা, সাধারণ সম্পাদক মো. আমির হোসেন, কার্যকরী সদস্য মোছা. বৃষ্টি, রাজু আহমেদ পাখি প্রমুখ।

তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থার সভাপতি আবু আজাদ মো. রানা জানান, ২৬ মার্চ বাঙালি জাতির ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল স্মরণীয় দিন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণার মধ্যদিয়ে বাংলাদেশ অর্জন করে স্বাধীন সার্বভৌম রাস্ট্রের মর্যাদা। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় লিঙ্গ সম্প্রদায়কে স্বীকৃতি দিয়ে তাদেরকে রাস্ট্রের ভাগিদার করেছেন। এজন্য তাকে আমরা ধন্যবাদ জানাই।