• সোমবার ২৯ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
১১ টোল প্লাজায় বাধ্যতামূলক হচ্ছে ই-টোল আরো ৪ এতিম ভবন নির্মাণ করেছে কাতার চ্যারিটি গাইবান্ধায় বিএনপির ১৯ নেতাকর্মী গ্রেফতার পঞ্চগড়ে হেরোইনসহ নারী আটক ‘জামায়াত-বিএনপির দোসররা তালিমের নামে মহিলাদের বিভ্রান্ত করছে’

দিনাজপুর আইনজীবী সমিতির নির্বাচন, ৪৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩  

 
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৩টি প্যানেল থেকে ৪৫জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্যানেল ৩টি হলো, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী প্যানেল মনোনীত এবং সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত হামিদুল ইসলাম-আতাউর রহমান আতা প্যানেল, সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনিত মোঃ তৌহিদুল হক সরকার-আবু নঈম মোঃ হাবিবুল্লাহ প্যানেল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম মনোনীত ও আইনজীবী ঐক্যজোট সমর্থিত এমাম-খয়রাত প্যানেল।

মঙ্গলবার দুপুর ২টায় জেলা আইনজীবী সমিতির নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান মোঃ আনোযার কামালের নিকট প্রার্থীরা নিজ নিজ প্যানেলের পক্ষে তাদের মনোনয়নপত্র জমা দেন।
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন এ্যাডভোকেট মোঃ আনোয়ার কামাল। নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন এ্যাডভোকেট সুভাষ চন্দ্র রায় ও এ্যাডভোকেট মোঃ আনারুল ইসলাম।

আগামী ৮এপ্রিল দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সর্বমোট ৫৩৪ জন আইনজীবী ভোটার ভোট প্রদান করবেন।