• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

রংপুরে ক্যান্টনমেন্ট ঘেরাও দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩  

 
রংপুরে ঐতিহাসিক ক্যান্টনমেন্ট ঘেরাও দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। 

মঙ্গলবার  নগরীর  নিসবেতগঞ্জের ‘রক্ত গৌরব’ এ সর্বস্তরের মানুষ এ শ্রদ্ধা নিবেদন করেন।  শুরুতেই শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ কমিশনার সাইফুজ্জামান ফারুকী, রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নুর নাহার বেগম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংদসদ রংপুর জেলা ইউনিট কমান্ডের পক্ষে বীর মুক্তিযোদ্ধ  মেজর (অবঃ) নাসিম উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ।

এরপরে রংপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, এ্যাড. আনোয়ারুল ইসলাম, সদস্য মমতাজ উদ্দিন আহমেদ, রংপুর মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আবুল কাশেম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি প্রমুখ। এছাড়াও ঐতিহাসিক ক্যান্টনমেন্ট ঘেরাও দিবসে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ পরিবারবর্গ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, রাধাকৃষ্ণপুর ডিগ্রি কলেজ, নিসবেতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিসবেতগঞ্জে জরিমুননেছা স্কুল এন্ড কালেজ , বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহামন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠান। পরে ঐতিহাসিক ক্যান্টনমেন্ট ঘেরাও দিবসে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।