• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

কুড়িগ্রামে জ্বলন্ত ঘরে ঘুমে বিভোর শিক্ষিকা, অতঃপর...

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩  

 
বুধবার রাত সাড়ে ৯টা। ওই সময় আগুন জ্বলছিল এক শিক্ষক দম্পতির বাড়িতে। কিন্তু তখনো ঘুমে বিভোর ছিলেন শিক্ষিকা। আগুন লাগার বিষয়টি কারো নজরে আসেনি। ঠিক ওই সময় আগুন লাগার ঘটনাটি নজরে আসে একদল টহল পুলিশের। পরে টহল পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে  আগুন নেভায়।

ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের পূর্বকেদার গ্রামে শাহিবাজার বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনের বাড়িতে।

প্রধান শিক্ষকের ছোট ভাই আবু তালেব জানান, ওই সময় তার ভাই বাড়িতে ছিলেন না। তাার ভাবি নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছিলেন। আগুন লাগার বিষয়টি কারো নজরে আসেনি। টহল পুলিশ আগুন দেখে এগিয়ে আসে এবং নেভানোর চেষ্টা করে। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সবার সহযোগিতায় আগুন নেভানো হয়। 

কচাকাটা থানার ওসি গোলাম মর্তুজা জানান, বুধবার রাতে ওই এলাকায় কচাকাটা থানার নিয়মিত টহলদল ছিল। বাড়িটিতে আগুন লাগার বিষয়টি নজরে আসলে টহল দলের সবাই তৎক্ষণাৎ আগুন নেভাতে যায়। এ সময় বাড়ির একমাত্র নারী সদস্য ওই শিক্ষিকাকে উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আগুনে একটি ঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।