• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

চিরিরবন্দরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩  

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় আব্দুল হক নামে এক ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ প্রদান করেন। এ মামলার অন্য একটি ধারায় তিন আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উভয় ধারার সাজা একসঙ্গে কার্যকর হবে বলে জানিয়েছেন আদালত।

দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক রাজ্জাকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- চিরিরবন্দর উপজেলার নান্দ্রাই ভোজুপাড়া এলাকার আফাজ উদ্দিন শাহর ছেলে মোফিল শাহ, মোফিল উদ্দিন শাহর ছেলে হামিদুল হক এবং একই এলাকার আজিমুদ্দিনের ছেলে বাবুল হোসেন।

জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ১৯৯৫ সালের ৫ এপ্রিল চিরিরবন্দর উপজেলার নান্দ্রাই ভোজুপাড়া এলাকায় আব্দুল হকের বাড়িতে আসামিরা অগ্নিসংযোগ করে বাড়ির দরজা বাইরে থেকে আটকে দেন। এতে বাড়ির ভেতরে থাকা আব্দুল হকের পুড়ে মৃত্যু হয় এবং তার মেয়ে রশিদা খাতুন গুরুতর আহত হন। একইসঙ্গে আসামিরা আব্দুল হকের বাড়ির পাশে তার ছেলের বাড়ির দরজাও বাইর থেকে আটকে অগ্নিসংযোগ করেন। এ ঘটনার পরের দিন নিহতের ছেলে এন্তাজুল হক বাদী হয়ে চিরিরবন্দর থানায় মামলা করেন।