– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –
  • রোববার ০১ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৬ ১৪৩০

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গাচড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ নিরাপদ সড়ক চাই পীরগঞ্জ উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা নীলফামারীতে মসজিদের ভেতরে সন্ত্রাসী হামলায় দুই মুসল্লি আহত, আটক ২ রংপুরে ৫০ লাখ ছাগল-ভেড়া পাবে পিপিআর টিকা

একই ইউনিয়নে দুইজনের অস্বাভাবিক মৃত্যু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ মে ২০২৩  

গাইবান্ধার গোবিন্দগঞ্জের তালুক কানুপুর ইউনিয়ন থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মৃতরা হলেন- উপজেলার ঐ ইউনিয়নের ছোট নারায়ণপুর গ্রামের রফিকুল ইসলাম (৬০) ও মথুরাপুর গ্রামের ইজার আলীর স্ত্রী আসমা বেগম (৫০)।

গোবিন্দগঞ্জ থানার এসআই সুজন কবির বলেন, সংবাদ পেয়ে রফিকুল ইসলামের মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আসল কারণ জানা যাবে।

গোবিন্দগঞ্জ থানার এসআই অনিমেষ বলেন, আসমা বেগম নামে এক নারী বিষপান করে অসুস্থ হলে তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার আলী বলেন, উপজেলার একই ইউনিয়নের দুইজনের মৃত্যুর বিষয়ে থানায় দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।