• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর শরিফুল ইসলাম 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ মে ২০২৩  

রংপুরের  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এই পদে দায়িত্ব প্রদান করা হয়। এই নিয়োগ আদেশ ০১ জুন, ২০২৩ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে ।

এছাড়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইউসুফ সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন। বেরোবি উপাচার্যের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক দুই চিঠিতে তাঁদের এই পদে দায়িত্ব প্রদান করা হয়। সহকারী প্রক্টর হিসেবে তাঁদের এই নিয়োগ আদেশ ০১ জুন, ২০২৩ তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বলবৎ থাকবে।