• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ জুন ২০২৩  

দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের (বিজ্ঞান বিভাগ) এ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার (০৩ জুন, ২০২৩) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে।

রংপুর অঞ্চলের মোট ১৪ হাজার ৭০০ জন পরীক্ষার্থী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর কেন্দ্রসহ মোট পাঁচটি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘এ’ ইউনিটে ৪ হাজার, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৪ হাজার ৯০০, মিলিনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৪০০, টিটি কলেজ কেন্দ্রে ১ হাজার এবং পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৩ হাজার ৪০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত ‘এ’ ইউনিট (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপাচার্য বলেন, তৃতীয়বারের মতো গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের ফলে শিক্ষার্থীদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের ভোগান্তি লাঘব হয়েছে। গুচ্ছ পদ্ধতির পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা ও ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ তাঁর সঙ্গে ছিলেন।