• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

‘প্লাস্টিক বর্জ্য যত্রতত্র না ফেললে দূষণ কমবে’

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ জুন ২০২৩  

 
রংপুরের গঙ্গাচড়া উপজেলার লালচাঁদপুরে প্লাস্টিক রিসাইক্লিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২ জুন) বিকেলে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএলের আয়োজনে গঙ্গা ফাউন্ড্রি লিমিটেড কারখানায় কর্মসূচির উদ্বোধন করেন খলেয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোতালেব।

ব্যবহৃত প্লাস্টিক সংগ্রহে ‘লেটস সেভ দ্য প্ল্যানেট’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত কর্মসূচিতে অন্যদের মধ্যে সংশ্লিষ্ট ইউপি সদস্য পরেশ চন্দ্র, গঙ্গা ফাউন্ড্রি লিমিটেডের এজিএম শরীফ উদ্দিন আহমেদ, ম্যানেজার (অ্যাডমিন অ্যান্ড এইচআর) মাহফুজার রহমানসহ বিভিন্ন সেকশন ইনচার্জরা অংশ নেন।

ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক আবহাওয়া উষ্ণ হয়ে উঠছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। ব্যবহৃত প্লাস্টিক যত্রতত্র ফেলে না দিয়ে নির্দিষ্ট জায়গায় ফেলে কিংবা রিসাইক্লিংয়ের মাধ্যমে ব্যবহার উপযোগী করা গেলে পরিবেশ দূষণ কমবে। এক্ষেত্রে প্রয়োজন কেবল সচেতনতা ও সহযোগিতা।