– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –
  • সোমবার ০২ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গাচড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ নিরাপদ সড়ক চাই পীরগঞ্জ উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা নীলফামারীতে মসজিদের ভেতরে সন্ত্রাসী হামলায় দুই মুসল্লি আহত, আটক ২ রংপুরে ৫০ লাখ ছাগল-ভেড়া পাবে পিপিআর টিকা

নগরবাসীর সার্বিক উন্নয়নে নৌকাকে বিজয়ী করুন: আব্দুল খালেক

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ জুন ২০২৩  

 
খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মেয়রপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক বলেছেন, নাগরিক সুবিধা ও নগরবাসীর ভাগ্যের পরিবর্তনসহ সার্বিক উন্নয়নে নৌকাকে বিজয়ী করুন। নৌকা মার্কায় ভোট দিলেই দেশের উন্নতি হয়, সেটি আজ প্রমাণিত। দেশ স্বাধীনের পর থেকে আওয়ামী লীগই এ দেশের মানুষের ভাগ্যে পরিবর্তনে কাজ করে আসছে। আওয়ামী লীগের বিজয় হলে স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, যোগাযোগ ও দরিদ্র, অসহায়, অসচ্ছল মানুষের ভাগ্যের উন্নয়নসহ সর্বক্ষেত্রে উন্নয়ন হবে। 

রোববার দৌলতপুরের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও মতবিনিময়ের তিনি এসব কথা বলেন।

আব্দুল খালেক বলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে আপনারা সেবা করার সুযোগ দিয়েছিলেন। আমি আপনাদের পাশে সব সময় ছিলাম। নির্বাচিত হলে আবারও আপনাদের পাশে থাকবো। খুলনার উন্নয়নে যে সার্বিক কর্মসূচি বাস্তবায়নে কাজ করছি, সেগুলো বাস্তবায়িত হবে। তাই নিশ্চিত উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন।

এ সময় উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, মোজাম্মেল হক হাওলাদার, দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, নেতা খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, দৌলতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বন্দ, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আনিছুর রহমান।

আরো উপস্থিত ছিলেন, শেখ দাউদ হায়দার, মো. শাহাবুদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, মনিরুর ইসলাম, জাকারিয়া রিপন, সেলিম আহমেদ, আজিজুল হাসান অশ্রু, অ্যাডভোকেট সাহারা ইরানী পিয়া, জব্বার আলী হীরা, মাহমুদুল ইসলাম সুজন, সোহান হাসান শাওন, মাহমুদুল হাসান রাজেস, নিশাত ফেরদৌস অনি ও রাহুল শাহরিয়ার প্রমুখ।