– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –
  • সোমবার ০২ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গাচড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ নিরাপদ সড়ক চাই পীরগঞ্জ উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা নীলফামারীতে মসজিদের ভেতরে সন্ত্রাসী হামলায় দুই মুসল্লি আহত, আটক ২ রংপুরে ৫০ লাখ ছাগল-ভেড়া পাবে পিপিআর টিকা

পুকুরে নেমেই তলিয়ে গেল সোহান

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ জুন ২০২৩  

পঞ্চগড় সদরে পুকুরের পানিতে ডুবে সোহান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশু সোহান একই এলাকার জাকির হোসেনের ছেলে। সে গোয়ালপাড়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করতো।

পরিবারের বরাত দিয়ে কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান জানান, দুপুরে স্কুল থেকে বাড়িতে ফিরে প্রতিবেশী শিশুদের সঙ্গে বাড়ি থেকে বেশ কিছু দূরের একটি পুকুরে গোসল করতে নামে সোহান। সাঁতার না জানায় সে পুকুরের গভীর পানিতে তলিয়ে হাবুডুবু খেতে থাকে। পরে স্থানীয় এক ব্যক্তির চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে আসেন। 

পরে তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক রেজোয়ানুল্লাহ শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ সময় তিনি নিহতের পরিবারের সদস্যদের জানান, শিশুটিকে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা বিষয়টি নিশ্চিত করে জানান,  এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।