– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –
  • রোববার ০১ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৬ ১৪৩০

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গাচড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ নিরাপদ সড়ক চাই পীরগঞ্জ উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা নীলফামারীতে মসজিদের ভেতরে সন্ত্রাসী হামলায় দুই মুসল্লি আহত, আটক ২ রংপুরে ৫০ লাখ ছাগল-ভেড়া পাবে পিপিআর টিকা

স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীর আত্মহত্যা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৩  

ঠাকুরগাঁও জেলার  রাণীশংকৈল উপজেলায় খাদেমুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি তার নিজের ৪টি গরুকে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে হত্যার পর নিজেও গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার ৭নং রাতোর ইউনিয়নের ব্রহ্মগাও গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, খাদেমুলের সঙ্গে তার স্ত্রীর বেশ কিছুদিন ধরে কলহ চলছিল। তার স্ত্রীর পরকীয়ার সম্পর্ক রয়েছে বলে ধারণা করতেন তিনি। পরকীয়ার সন্দেহের জেরে প্রায় স্ত্রীর সঙ্গে ঝগড়া হতো খাদেমুলের। এতে তার স্ত্রী গরু বিক্রি করে অন্যত্র চলে যাওয়া হুমকি দেয়। এটা সহ্য করতে না পেরে গরুগুলোকে গ্যাস ট্যাবলেট দিয়ে হত্যা করে তিনি নিজেও দুটি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

পরে তাকে অসুস্থ অবস্থায় স্থানীয় পল্লি চিকিৎসক দ্বারা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপরে সন্ধ্যায় স্থানীয় ইউপি সদস্য সুভাষ চন্দ্র রায়ের নির্দেশে তার ভাইয়েরা তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। অবস্থার অবনতি হলে দিনাজপুর এম আবদুর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় পরদিন দুপুরে তিনি মারা যান।

রাণীশংকৈল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে গ্যাস ট্যাবলেট প্রয়োগে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।