• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

নীলফামারী বিআরটিএ অফিসে দুদকের অভিযান

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩  

নানান অনিয়ম ঘুষ দুর্নীতির অভিযোগে নীলফামারী বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুদক। 

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় দুদকের সহকারী পরিচালক হোসাইন শরীফ এর নেতৃত্বে  ৫ সদস্যর অভিযানিক দল নীলফামারী বিআরটিএ অফিসে এসে অফিস সহকারী শাহিন, নারায়ণ গোস্বামী, মাসুমা আকতার এর মোবাইলে বিভিন্ন বিকাশ নম্বরে টাকার হদিস পান। সেগুলো তাৎক্ষণিক জব্দ করেন।

উপস্থিত লাইসেন্স আবেদনকারী হোসেন মিয়া, আবুবক্কর আলী বলেন এখানে যতো অনিয়ম ঘটে মোটরযান পরিদর্শক হিমাদ্রি ঘটকের ইশারায় ঘটে। 

দুদকের অভিযানিক ৫ সদস্যের দল বিআরটিএ অফিসের অনেক ত্রুটি খুঁজে পান।

এসময় বিআরটিএ উপ-পরিচালক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফারুক আলম বলেন, নসিবে যা আছে তাই হবে, আমরা দুর্নীতি করেছি নিউজ করেন, কিছু হবেনা আমার। পত্রিকায় ও টিভিতে খবর আসবে সকলে দেখবে, কিছু হবেনা আমার।