– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –
  • সোমবার ০২ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
রফতানি আয়ে সুবাতাস: সেপ্টেম্বরে এলো ৪.৩১ বিলিয়ন ডলার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন পীরগাছায় বীর নিবাস পরিদর্শনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব পীরগাছায় জলাবদ্ধতা নিরসনের ৫ কিমি ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন

গৃহবধূকে ধর্ষণ‌ চেষ্টার অ‌ভি‌যোগ স্বাস্থ্যকর্মীর বিরু‌দ্ধে

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩  

কুড়িগ্রামে সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মোজাফফর আলী (৩০) নামে এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে। গত রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে উলিপুর উপজেলার হিজলী গোফপাড়া কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষা করতে গে‌লে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী উলিপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সাত মাসের অন্তঃসত্ত্বা ওই গৃহবধূ তার ভাবিকে নিয়ে হিজলী গোফপাড়া কমিউনিটি ক্লিনিকে চেকআপ করতে যান। এ সময় স্বাস্থ্যকর্মী মোজাফ্ফর গৃহবধূর ভাবিকে বাইরে যেতে বলেন। পরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন তি‌নি। পরে ভুক্তভোগী গৃহবধূ দৌড়ে বাইরে এসে অপেক্ষারত তার ভাবিকে বিষয়টি খুলে বলেন। বিষয়টি জানাজানি হলে গত ১১ সেপ্টেম্বর ভুক্তভোগী গৃহবধূর স্বামী উলিপুর থানায় অভিযোগ দায়ের করেন। 

ত‌বে অভিযোগ অস্বীকার করে স্বাস্থ্যকর্মী মোজাফ্ফর আলী বলেন, আমি চক্রান্তের শিকার, আমাকে ফাঁসানো হচ্ছে।

উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মেশকাতুল আবেদ বলেন, বিষয়টি আমার জানা নেই অফিসের কাজে ঢাকায় অবস্থান করছি। উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন,অভিযোগ পাওয়া গেছে, তদন্ত চলছে, তদন্ত শে‌ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।