ঘুরে আসুন দেশের একমাত্র পাথরের জাদুঘরে
– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩

প্রাচীন রকমারি পাথরে সমৃদ্ধ দেশের একমাত্র জাদুঘরটি অবস্থিত উত্তরের জেলা পঞ্চগড়ে। এসব পাথরের বুকে রয়েছে হাজার হাজার বছরের ইতিহাস। উত্তরের পর্যটন নগরীতে যে কেউ ভ্রমণে এলে এ জাদুঘরটি দেখে যান তারা। অনেকে দেখার জন্য ছুটে আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে।
পঞ্চগড়ের সরকারি মহিলা কলেজে ক্যাম্পাসের ভেতরে অবস্থিত এ পাথরের জাদুঘরটি। ১৯৯৭ সালে ব্যক্তিগত প্রচেষ্টায় ব্যতিক্রমী পাথরের জাদুঘরটি প্রতিষ্ঠাতা করেন পঞ্চগড় সরকারি মহিলা কলেজের তৎকালীন অধ্যক্ষ নাজমুল হক। এ অঞ্চলের ভূখণ্ডের বয়স নির্ণয়, ভূ-বৈশিষ্ট্য অনুসন্ধান, প্রাগৈতিহাসিক কালের নমুনা সংগ্রহ, ঐতিহ্য, সংস্কৃতি এবং পুরাতাত্ত্বিক ও নৃতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করা হয় জাদুঘরটি।
রক্স মিউজিয়াম ঘুরে দেখা যায়, এত রয়েছে বিশালাকার সব পাথর। এসব পাথরের নাম ও সংগ্রহ পদ্ধতি লেখা রয়েছে সাইনবোর্ডে। মিউজিয়ামের ভেতর উম্মুক্ত গ্যালারিতে প্রদর্শনের জন্য রাখা হয়েছে বিভিন্ন ধরনের ছোট-বড় পাথর। আগ্নেয়শিলা, পাললিক শিলা ও নুড়ি পাথর, সিলিকা নুড়ি ও সিলিকা বালি, হলুদ ও গাঢ় হলুদ বালি, কাঁচবালি, খনিজ বালি, সাদা মাটি, তরঙ্গায়িত চেপ্টা পাথর, লাইমস্টোন, পলি ও কুমোর মাটি এবং কঠিন শিলা এ রকমের হরেক পাথরের সমারোহ। এসব পাথরের আকৃতিও ভিন্ন। কোনোটি গোল, কোনোটি লম্বা আবার কোনোটি চেপ্টা। এগুলোর অনেক পাথরের গায়ে বিভিন্ন ধরণের সাংকেতিক চিহ্ন আঁকা।
জাদুঘরের ভেতরে স্থাপন করা হয়েছে জাতিতাত্ত্বিক সংগ্রহশালাও। এতে রয়েছে এ জেলার আদিবাসী, উপজাতিদের ব্যবহৃত জিনিসপত্র, নদীর নিচে-ভূগর্ভে প্রাপ্ত অশ্মীভূত কাঠ, তিনশ থেকে ২ হাজার বছরের পুরনো ইমারতের ইট, পাথরের মূর্তি ও পোড়ামাটির নকশা। এখানে রয়েছে পাথরে খোদিত তীর, ধনুক ও দেবির চোখের চিত্র অঙ্কিত পাথর।
উন্মুক্ত গ্যালারিতে রয়েছে বিশাল আকৃতির বেলে পাথর, গ্রানাইট পাথর, কোয়ার্জাহিট, ব্যাসল্ট, শেল, মার্বেলসহ বিভিন্ন নামের ও বর্ণের শিলা। সিলিকায়িত কাঠ বা গাছ থেকে পাথর, নকশা করা অলংকৃত খিলান ও বিভিন্ন রেখা, লেখা ও চিত্রাঙ্কিত শিলা এবং ধূসর ও কালো রঙের কাদা। রয়েছে দুটি নৌকা। একটি মাত্র শালগাছ কেটে এই বিশাল আকারের নৌকা দু’টি তৈরি করা হয়েছে। নৌকার দৈর্ঘ্য ২৫ ফুট ৬ ইঞ্চি। এর বয়স প্রায় তিনশ থেকে হাজার বছর। এ ধরনের নৌকা প্রাচীনকালের আদিবাসীরা প্রশান্ত মহাসাগরের দীপপুঞ্জে ব্যবহার করতো বলে সংশিষ্টরা ধারণা করছেন।
জানা যায়, মিউজিয়ামের বেশিরভাগ পাথর জেলার ভিতরগড় দুর্গ ও পাশের অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছে। ভিতরগড় ছিল তৎকালীন পৃথু রাজার রাজধানী। ১৪০০ বছর আগে এ অঞ্চলের পৃথু রাজা এক ধরনের স্লাব তৈরি করতেন ভবনে ব্যবহারের জন্য। সেই পাথরও রয়েছে এখানে। এসব পাথর খোদাই করে ভবন নির্মাণ করা হতো। রয়েছে গাছের গুঁড়ি থেকে তৈরি হওয়া পাথর, কোয়ার্জাইট শ্রেণির পাথর যা দিয়ে ঠাকুর হিসেবে পূজা করা হতো, কোয়ার্জাইট মার্বেল শ্রেণির পাথর যা সমাধিতে স্মৃতিস্তম্ভ হিসেবে ব্যবহার করা হতো। এছাড়া প্রাচীনকালে নদী বা পুকুরঘাটে কাপড় কাচায় ব্যবহৃত পাথর ও নীলচে গ্রানাইট বেলে পাথরও রয়েছে।
ঢাকা থেকে আসা পর্যটক আব্দুল্লাহ্ মাহমুদ, আল ইমরান ও রংপুর থেকে আসা নাজনীন নাহার সাথী বলেন, পাথরের জাদুঘর দেখে অনেক কিছু জানতে পেরেছি। পাথরগুলোতে নাম দেখে জানতে পেরেছি ইতিহাস। এখানে এসে দেখতে পেলাম অঞ্চলের আদিবাসীদের ব্যবহৃত জিনিসপত্র ৩শ থেকে ২ হাজার বছরের পুরোনো ইমারতের ইট, পাথরের মূর্তি এবং পোড়ামাটির নকশা। যা আমাদের মুগ্ধ করেছে।
শিক্ষার্থী শারমিন আক্তার জানান, এ মিউজিয়ামে পাথরের পাশাপাশি বিভিন্ন জিনসপত্র রাখা হয়েছে। আমরা প্রতিদিনই ক্লাসের পর টিফিনের সময়ে মিউজিয়ামে গিয়ে ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে আলোচনা করে থাকি। এতে করে ইতিহাসের বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা সহজে জানতে পারি। একই কথা বলেন সোনিয়া আক্তার জুঁই নামে আরেক শিক্ষার্থী।
মহিলা কলেজের সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া বলেন, এ মিউজিয়ামে পুরাতাত্ত্বিক ও নৃতাত্ত্বিক নিদর্শন রয়েছে। এখানে দেশ-বিদেশ থেকে পর্যটকরা নিয়মিত আসছেন। জাদুঘরটিতে সংস্কারের কাজ চলছে। বিশেষ করে কলেজের নিজস্ব ফান্ড থেকে এ মিউজিয়ামটি ঠিকমতো পরিচালনা করা সম্ভব হচ্ছে না। সরকারিভাবে যদি মিউজিয়ামটি পরিচালনায় সহায়তা করা হয়, তবে মিউজিয়ামটি আরও ভালো রূপে আনা সম্ভব হবে। তারপরেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ লৎফর রহমান প্রধান বলেন, আমাদের কলেজের এ রক্স মিউজিয়াটি বাংলাদেশের একমাত্র পাথরের জাদুঘর। এ মিউজিয়ামে রয়েছে হাজার হাজার বছর আগের অনেক পুরোনো জিনিসপত্র। প্রাচীনকালের অনেক পাথরের সংগ্রহ রয়েছে এ জাদুঘরে। যা দেখে শিক্ষার্থীসহ অনেকেই অতীতের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারছেন। বিশেষ করে প্রত্নতত্ত্ব নিয়ে যারা লেখাপড়া করেন, গবেষণা করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটক ও বিদেশী পর্যটকরাও আসছেন এখানে। ইতোমধ্যে জাদুঘরটি সংস্কারের অনেক কাজ সম্পন্ন হয়েছে। তবে সংরক্ষণের ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা জরুরি। দেশের একমাত্র এ পাথরের সংগ্রহশালাটিতে সরকারি তদারকি দরকার। এ মিউজিয়ামকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক গবেষণার ক্ষেত্র তৈরি হতে পারে। মিউজিয়ামটি যাতে সমৃদ্ধ করা যায় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
- নীলফামারী জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
- নির্বাচন পর্যবেক্ষণ করবে ভারত, জাপান ও ফিলিস্তিন
- বেশি দামে পেঁয়াজ বিক্রি, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
- শিগগিরই ভারত থেকে আসছে ৫২ হাজার মেট্রিক টন পিয়াজ
- নীলফামারীতে মানবাধিকার দিবস পালিত
- পিয়াজের দাম নিয়ন্ত্রণে মাঠে ডিবি
- কুড়িগ্রামে দোকানের ভাড়া চাওয়ায় মালিককে খুন
- ১৫ ডিগ্রিতে নামল কুড়িগ্রামের তাপমাত্রা
- মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে
- সালাহ জাদুতে লিগ টেবিলের শীর্ষে লিভারপুল
- গোপনে বিয়ে করলেন কেয়া!
- হজযাত্রীদের যে সুখবর জানাল সৌদি সরকার
- গাজার দ্য গ্রেট ওমারিসহ ১০৪ মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল
- বিজয় দিবসে বিমানের টিকিটে ১৬ শতাংশ ছাড়
- আন্দোলনে ব্যর্থ হয়ে আগুন দিচ্ছে বিএনপি: ওবায়দুল কাদের
- দেশব্যাপী আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
- যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ এগিয়ে যাচ্ছে: আইজিপি
- ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় ১০ সুপারিশ
- ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন
- নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা: ইসি সচিব
- হজের নিবন্ধনের সময় বাড়ল ২১ দিন
- জ্বালানির দাম প্রতি মাসে সমন্বয় করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে কেউ সফল হবে না: এনামুল হক শামীম
- আমরা বিশ্বসেরা শিক্ষার্থী গড়ে তুলতে চাই: শিক্ষামন্ত্রী
- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানি শুরু আজ
- নারীরা কোনো সেক্টরেই পিছিয়ে নেই: প্রধানমন্ত্রী
- দায়িত্ব পালনে নৈতিকতা প্রদর্শন করতে হবে: রাষ্ট্রপতি
- নীলফামারীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন
- নীলফামারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
- লালমনিরহাটে কারাগারে তরুণ-তরুণীর বিয়ে
- পীরগঞ্জের মানুষের কল্যাণে কাজ করে যাবো: স্পিকার
- ১৫ ডিগ্রিতে নামল কুড়িগ্রামের তাপমাত্রা
- দিনের শুরুতেই রিভিউ হারাল বাংলাদেশ
- কুড়িগ্রামে দোকানের ভাড়া চাওয়ায় মালিককে খুন
- ইসির সঙ্গে ইইউ ইলেকশন এক্সপার্ট টিমের বৈঠক রোববার
- ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’ পরিণত হয়েছে নিম্নচাপ, উত্তাল বঙ্গোপসাগর
- সৌরবিদ্যুতের প্রসারে কার্যকরী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ
- লালমনিরহাটে কারাগারে তরুণ-তরুণীর বিয়ে
- আজ থেকে ইসিতে আপিল করতে পারবেন প্রার্থীরা
- অনুমতি মেলেনি, এখনই বাংলাদেশে মুক্তি পাচ্ছে না ‘টাইগার থ্রি’
- সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বিভিন্ন অনিয়ম বিষয়ে প্রেস ব্রিফিং
- ‘বিএনপি-জামায়াতের লক্ষ্য পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া’
- প্রস্তুতি ম্যাচে বাবরের অদ্ভূত কাণ্ড
- আওয়ামী লীগ কর্মীদের নৌকার বাইরে কাজ করার সুযোগ নেই: কৃষিমন্ত্রী
- আগামী বছরের বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা কাল
- দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান ম্যাচে যেমন হবে আবহাওয়া
- ‘জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের সম্ভাব্য ক্ষতির তালিকা হচ্ছে’
- শুধু শীতে নয়, রূপচর্চায়ও কাজে লাগে পেট্রোলিয়াম জেলি
- মাটি ব্যবস্থাপনায় গুরুত্ব দিতে হবে: কৃষিমন্ত্রী
- বুবলীকে নিয়ে ‘লজ্জিত’ শাকিব খান