• বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৮ ১৪৩১

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুকে পোস্ট দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন পূজা        

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ অক্টোবর ২০২৩  

 
ফেসবুকে পোস্ট দিয়ে পূজা মহন্ত (১৬) নামে কলেজছাত্রী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। রংপুরের বদরগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটেছে।  

মৃত পূজা বদরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের সাহাপাড়া মমিননগর গ্রামের সঞ্জয় মহন্তের মেয়ে। তিনি খোলাহাটি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি একজন নাট্য শিল্পী ও টিকটকার ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ভাইয়ের সঙ্গে মুঠোফোন নিয়ে ঝগড়া হয় পূজার। পরে পরিবারের সবার অজান্তে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন পূজা। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা বদরগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ওই রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুইদিন চিকিৎসা নেয়ার পর শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার গলায় রশি দিয়ে আত্মহত্যা চেষ্টার আগে ফেসবুকে দেওয়া পোস্টে পূজা লিখেন, ‘বিশ্বাস ভেঙে দিলে আমার থেকে বেশি ক্ষতি তোমার হবে। আমি একজন বিশ্বাসঘাতক বেঈমান মানুষ হারাবো অথচ তুমি একজন বিশ্বস্ত মানুষ হারাবে।’ 

বদরগঞ্জ থানার ওসি নজরুল ইসলাম মজুমদার বলেন, একজন কলেজশিক্ষার্থীর আত্মহত্যা চেষ্টার খবর পেয়েছি। শুনেছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।