• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

দিনাজপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৩  

দিনাজপুরের নবাবগঞ্জে ধান কাটা জমিতে সহপাঠীদের সঙ্গে খেলার সময় সাপের কামড়ে মাহী নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মাহী ওই গ্রামের মো. মনিরুল ইসলামের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাহমুদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শামীম মিয়া।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যার আগ মুহূর্তে বাড়ির পাশে ধান কাটা জমিতে সহপাঠীদের নিয়ে খেলা করছিল শিশু মাহী। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। বাড়ি ফিরে বিষয়টি জানালে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় কবিরাজের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়ে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় মাহী।  

নবাবগঞ্জ থানার ওসি তাওহীদুল ইসলাম বলেন, সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।