• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

পার্বতীপুরে পাখি ধরতে এসে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩  

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় ফাইজুল ইসলাম (৪৩) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথের কয়লাখনি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফাইজুল নবাবগঞ্জ উপজেলার নন্দনপুর গ্রামের তমিজ উদ্দীনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফাঁদের মাধ্যমে পাখি ধরতে দুই বন্ধুর সঙ্গে বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ি থেকে পার্বতীপুরে আসেন ফাইজুল। সন্ধ্যার আগে কয়লাখনি এলাকায় পৌঁছে লাইনের ধারে জমিতে ফাঁদ তৈরির কাজ শেষ করেন তারা। ফাঁদ তৈরি শেষে ফাইজুলকে রেখে চা খেতে যান বাকি দুইজন। রাত ৮টার দিকে রেললাইনের ধারে হাঁটার সময় ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাথা ফেটে মৃত্যু হয় ফাইজুলের। 

পার্বতীপুর রেলওয়ে থানার এসআই আবু বক্কর সিদ্দিক জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।