• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

ঈদে নৌকায় ওঠাই কাল হলো জুঁইয়ের

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৪  

সাত বছরের ছোট্ট জুঁই ঈদের আনন্দ ভাগাভাগি করতে আত্মীয়র সঙ্গে এসেছিল বিল দেখতে। সেই বিলে ইঞ্জিনচালিত নৌকা দেখে বায়না ধরে ওঠার। আর সেই নৌকার ইঞ্জিনের পাখায় প্রাণ গেল শিশু জুঁইয়ের। দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাখনি এলাকায় ঘটে এ মর্মান্তিক ঘটনা।

জানা গেছে, ঈদের দিন বিকেলে পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লাখনি সংলগ্ন বিল এ ঘুরতে আসে শিশু জান্নাতি আক্তার জুঁই। একপর্যায়ে নৌকায়ও ওঠে। তবে লোকজনের ভিড় বেশি থাকায় নৌকায় মাঝির অপর প্রান্তে ইঞ্জিনের পাশে বসে শিশু জুঁই। নৌকা চলা শুরু করলে হঠাৎই তার কাপড়ের একটি অংশ ইঞ্জিনের পাখার সঙ্গে পেঁচিয়ে যায়। সঙ্গে সঙ্গেই নৌকা থেকে ছিটকে প্রথমে ধারালো ফ্যান ও পরে সেখান থেকে পানিতে পড়ে যায়। মুহূর্তেই তার মাথা ফেটে গিয়ে হাতসহ শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে শিশু জুঁইকে নেয়া হয় জিয়া হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

শিশু জান্নাতি আক্তার জুঁই ফুলবাড়ী উপজেলার মধ্য গৌড়িপাড়া গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে। পার্বতীপুর মডেল থানার ওসি চিত্ত রঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।